Thursday, September 8, 2016

Samsung Galaxy J সিরিজের তিনটি মডেলের তুলনামূলক পার্থক্য

বাংলাদেশ তথা বিশ্ব বাজারে সর্ববৃহৎ এবং নিঃসন্দেহে অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক পণ্য নির্মাণকারী ব্র্যান্ডটি হচ্ছে স্যামসাং। স্মার্টফোনের মতই অন্যান্য ইলেকট্রনিক পণ্য নির্মাণের ক্ষেত্রেও এ ব্র্যান্ডটির খ্যাতি দুনিয়াজোড়া। নিত্য নতুন প্রযুক্তি আর ফিচারের সমন্বয়ে নির্মিত স্মার্টফোনগুলো গুণে-মানে বাজারের যে কোন ব্র্যান্ডকে টেক্কা দিতে সক্ষম। সম্প্রতি বাংলাদেশের বাজারে এ ব্র্যান্ডের Galaxy J সিরিজের ফোনগুলো বেশ আলোড়ন তৈরি করেছে। চলুন তবে এ সিরিজের ফোনগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করি।
Samsung Galaxy J সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে 4G প্রযুক্তি। J সিরিজের আগেও স্যামসাং-এর বেশ কিছু মডেলে 4G প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো; কিন্তু সেগুলোর দামটা ছিলো অপেক্ষাকৃত বেশি। যে সকল ব্যবহারকারী মাঝারি দামের স্মার্টফোনগুলোর মধ্যে 4G ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ। চলতি বছরের জুন মাসে রিলিজ করা Samsung Galaxy J5 এবং Samsung Galaxy J7 দুটো মডেলেই পাওয়া যাবে 4G ব্যবহারের সুবিধা। ফেব্রুয়ারী মাসে রিলিজ হওয়া এ সিরিজের প্রথম মডেল Samsung Galaxy J1 ফোনটিতে 4G কানেক্টিভিটি না থাকলেও তার মাসখানেক পরই বাজারে Samsung Galaxy J1 4G ফোনটি অবমুক্ত করা হয়।
গঠনের দিক থেকে এ সিরিজের তিনটি ফোন দেখতে প্রায় একই রকমের হলেও, এদের স্ক্রিণ সাইজে ভিন্নতা রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ছোট স্ক্রিণের Samsung Galaxy J1-এর স্ক্রিণ সাইজ ৪.৩ ইঞ্চি; Samsung Galaxy J5-এর ৫ ইঞ্চি এবং Samsung Galaxy J7-এ রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। J1 ছাড়া অন্য দুটি মডেলের স্ক্রিণে ব্যবহার হয়েছে Super AMOLED ডিসপ্লে প্রযুক্তি; যার ফলে আপনি পান সবচেয়ে গাঢ় এবং ঝকঝকে স্ক্রিণের নিশ্চয়তা। যারা একটু স্লিম ফোন পছন্দ করেন, তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক মডেলটি হচ্ছে J7, যার পুরুত্ব মাত্র ৭.৫ মিলিমিটার। Samsung Galaxy J5 এর চেয়ে সামান্য মোটা ৭.৯ মিলিমিটার এবং J1 হচ্ছে ৮.৯ মিলিমিটার।
চমৎকার ক্যামেরা কোয়ালিটি Samsung Galaxy J সিরিজের ফোনগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। Galaxy J5 এবং J7 দুটো মডেলেরই রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর সঙ্গে যুক্ত অভিনক সব ফিচার যা আপনার তোলা ছবিগুলোকে সবচেয়ে সুন্দর অবস্থায় সংরক্ষণ করতে পারে। ললিপপ অপারেটিং সিস্টেম পরিচালিত এ দুটি ফোনের র‌্যাম ১.৫ গিগাবাইট, যা অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে ফোনের ইন্টারনাল টাস্ক ম্যানেজমেন্ট করতে পারে।
নিচে এ তিনটি মডেলের শর্ট স্পেসিফিকেশনটি দিয়ে দেয়া হলো:


Samsung Galaxy J1:

Release-Date: February, 2015, OS: Android OS, v4.4.4 (KitKat), Processor: Dual-core 1.2 GHz, Display-Size: 4.3 Inch, Camera-Resolution: 5 MP, RAM: 512 MB, ROM: 4 GB, Memory-Card: microSD, up to 128 GB.

Samsung Galaxy J5:

Release-Date: June, 2015, OS: Android OS, v5.1, (Lollipop), Processor: Quad-core 1.2 GHz, Display-Size: 5.0 Inch, Camera-Resolution: 13 MP, RAM: 1.5 GB, ROM: 8 GB, Memory-Card: microSD, up to 128 GB.

Samsung Galaxy J7:

Release-Date: June, 2015, OS: Android OS, vt5.1 (Lollipop), Processor: Octa-core 1.2 GHz, Display-Size: 5.5 Inch, Camera-Resolution: 13 MP, RAM: 1.5 GB, ROM: 16 GB, Memory-Card: microSd


No comments:

Post a Comment